1.Sky Home এর একটি নিজেস্ব স্কিম হলো এই স্বপ্নপুরী-অপনবাড়ি স্কিম, যেটা Sky Home নিজের ক্রেতাদের এই স্কিমের সুবিধা দেয় সরাসরি।
   2. ক্রেতা নিজের পছন্দের শহরের পছন্দের জায়গা  সরাসরি জানাই Sky Homeকে।
   3. Sky Home সেই জায়গা ক্রেতার নামে ক্রয় করে সেখানে ক্রেতার চাহিদা ও পছন্দ মতো বাড়ি নির্মাণ করে, এবং নির্মাণ সম্পূর্ণ হলে বাড়ির চাবি সরাসরি ক্রেতাকে হস্তান্তরিত করে।
   4. Sky Home জায়গার সরকারি মূল্য ও বাড়ি নির্মাণের সমস্ত দ্রব্যের বাজার মূল্য যাচাই করার অধিকার ক্রেতাকে সবসময় দিয়ে থাকে।
   5. বাড়ি নির্মাণ থেকে বাড়ি সাজানো পর্যন্ত সমস্ত কাজ Sky Home নিজ দায়িত্বে করে থাকে।
   6. Sky Home ক্রেতার পরিবারের স্বাস্থ্যের কথাও মনে রেখে বাড়ি নির্মাণের সাথে সাথে পানীয় জলের ব্যাবস্থা/পাইপ লাইন ও সাবমার্সিবল স্থাপন এবং স্যানিটারী ব্যাবস্থা নির্মাণেও বিচক্ষণতার পরিচয় রেখেছে।
   7. ক্রেতার সুরক্ষাকে Sky Home নিজের দায়বদ্ধতা হিসাবে মনে করে।
    বিস্তারিত জানতে ভিজিট করুন Sky Home এর অফিসিয়াল ওয়েবসাইটে 
?https://skyhomeplus.websites.co.in